Weather Forecast Update: ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছিল ভ্যাপসা গরম। বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তারই জেরে এক ধাক্কায় তাপমাত্রাও নেমে গেছে অনেকটাই। শুক্রবার সকাল থেকেও কলকাতা শহরে বৃষ্টি চলছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির দাপট থাকবে। এই পর্বে ৩ থেকে ৪ দিন চলতে পারে দুর্যোগ। দমকা হাওয়া থাকবে জেলায় জেলায়। আগামিকাল অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি দুর্যোগ চলবে উত্তরেও। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।