Thursday, December 12, 2024

Smoking: তরুণীদের মধ্যে বাড়ছে ফুসফুস ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি। কীভাবে? কী বলছে নতুন সমীক্ষা?

Share

নারীদের মধ্যে বাড়ছে ধূমপানের অভ্যেস। গত বছরের তুলনায় দ্বিগুণ হারে বেড়েছে। ফলে বাড়ছে ঝুঁকি। বিশেষ করে হার্ট ও কার্ডিওভাসকুলার সমস্যা দেখা দিচ্ছে। শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। মূলত ফুসফুস ও ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা সবথেকে বেশি। 

বিশেষজ্ঞদের দাবি, সোশ্যাল মিডিয়াতে যেভাবে ধূমপান বিষয়টিকে দেখানো হচ্ছে তাতে তরুণীদের মনে হচ্ছে সেটা খুব গ্ল্যামারাস। তার ফলেই সুখটানে মাতছেন তাঁরা। সহজেই দলে মিশছে, ভাল মন্দ না ভেবেই। তাছাড়া বাজারে বিপুল হারে বিকোচ্ছে সিগারেট। ভারতে সিগারেট কেনার ক্ষেত্রে বয়সের মাপকাঠিকে অগ্রাহ্য করছে অনেকেই। তাতে বাড়ছে বিপদ।

টোব্যাকো কন্ট্রোল আইন আরও মজবুত করার পরিকল্পনা করা হচ্ছে। সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই এগুলো করা হবে। কিন্ত এই ভাবনা কার্যকরী হবে তখনই, যখন নতুন প্রজন্মকে এর হাত থেকে দূরে রাখা সম্ভব হবে।

Anupam Kar
Anupam Kar
anu.arenakkg33@gmail.com বিগত ৬ বছর ধরে Kolkatanews24.com এর সঙ্গে যুক্ত। পছন্দের বিষয় গান শোনা এবং বই পড়া। বাংলা মিডিয়ার সঙ্গে প্রায় ১০ বছর ধরে যুক্ত। বিভিন্ন বিষয় নিয়ে লেখার প্রতি আগ্রহ।

Read more

Local News