আহমেদাবাদের রেশ কাটতে না কাটতে ফের মাঝ আকাশে দুর্ঘটনা। রবিবার গুপ্তকাশী থেকে কেদারনাথ যাওয়ার পথে আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে। সূত্রের খবর, কপ্টারটিতে ৬ জন যাত্রী ছিলেন।তবে সরকারিভাবে এখনও এনিয়ে কিছু জানানো হয়নি। দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ (NDRF) এবং এসডিআরএফ (SDRF)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুপ্তকাশী থেকে যাত্রী নিয়ে কেদারনাথের দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভলপমেন্ট অফরিটি (UCADA) তরফে এই দুর্ঘটনা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভোর ৫ টা ২০ নাগাদ ৬ জন যাত্রীকে নিয়ে টেক অফ করে হেলিকপ্টারটি। যাঁদের মধ্যে ৫ জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু ছিল। যাত্রীরা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা বলে জানা গিয়েছে।
খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এদিকে এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি লেখেন, ‘রুদ্রপ্রয়াগ জেলায় একটি হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। এসডিআরএফ, এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে।
’উল্লেখ্য, ২ মে থেকে কেদারনাথের দরজা পূর্ণার্থীদের জন্য খুলে দেওয়া হয়। তারপর এই নিয়ে পঞ্চমবার দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রী বোঝাই হেলিকপ্টার। এর আগে ৭ জুন কেদারনাথগামী একটি হেলিকপ্টার উত্তরাখণ্ডের একটি সড়কের উপর জরুরী অবতরণ করেছিল। হেলিকপ্টারের লেজ রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর ভেঙে পড়ে। যদিও ওই দুর্ঘটনায় কেউ আহত হয়নি। এরই মধ্যে ভেঙে পড়ল আরও একটি হেলিকপ্টার।