Panchayat 4 trailer: এবার ফের একবার পুরো ব্যাটেলিয়ন নিয়ে ফিরতে চলেছেন সচিবজি জীতেন্দ্র তিওয়ারি। এবার গল্পের প্রেক্ষাপট ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোট। যেখানে প্রধান মঞ্জুদেবী নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন। কারণ ভোটের ময়দানে এবার তাঁর সম্মুখ সমরে ক্রান্তিদেবী।
বুধবার মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত সিরিজের চতুর্থ সিজনের ঝলক। সেখানেই দেখা গেল মঞ্জু বনাম ক্রান্তির লড়াই একেবারে হাতাহাতি পর্যন্ত পৌঁছে গিয়েছে! দুই পক্ষের দলবলও কম যায় না। আর মারপিটের অস্ত্রই বা কী? ঝাঁটা, জুতো, নিত্যদিনের ব্যবহার্য জিনিসপত্র।
তবে এই সিজনে বিশেষভাবে নজর থাকবে রিঙ্কি এবং সচিবজির প্রেমকাহিনির দিকে। কারণ তাঁদের মধ্যে রসায়ন যে আরও জমে উঠেছে, সেটা বেশ বোঝা গেল ঝলকে।জীতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব-এর পাশাপাশি ‘পঞ্চায়েত ৪’-এও থাকছেন ফয়সল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, পঙ্কজ ঝাঁ প্রমুখ। তিনটি মরশুমে ব্যাপক সাড়া ফেলে এবার আসছে ‘পঞ্চায়েত সিজন ৪’।