UPI Transactions: আগামী ১ আগস্টের মধ্যেই বড় বদল আসছে ইউপিআই ব্যবহারের নিয়মে।এবার জানা গিয়েছে, ইউপিআই লেনদেনে গ্রাহকদের উপরে চার্জ বসানোর কথা ভাবছে মোদি সরকার।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, তবে অল্প টাকার লেনদেনে নয়, তিনহাজার টাকার বেশি অর্থের লেনদেনে গুনতে হবে অতিরিক্ত টাকা। ০.৩ শতাংশ এমডিআর তথা মার্চেন্ট ডিসকাউন্ট রেট বসানো হতে পারে। আর তা হলে ১০ হাজার টাকার লেনদেনে ৩০ টাকা অতিরিক্ত দিতে হবে গ্রাহকদের।
সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি, বড়জোর মাসদুয়েকের মধ্যেই তা লাগু হতে পারে। সম্প্রতি প্রধানমন্ত্রী দপ্তর, অর্থমন্ত্রক এবং অন্যান্য বিভাগের মধ্যে একটি বৈঠক হয়েছে এই নিয়ে। সমস্ত স্টেকহোল্ডারদের (ব্যাঙ্ক, ফিনটেক কোম্পানি, এনপিসিআই) সঙ্গে আলোচনার পরেই নীতিটি কার্যকর করা হবে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ডিজিটাল ইন্ডিয়া গড়াই মোদি সরকারের লক্ষ্য। আর সেই কারণেই ক্যাশলেস ইকোনমির দিকেও জোর দেওয়া হয়েছে। সেই প্রচেষ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল ইউপিআই লেনদেনের ব্যবস্থা। যত সময় গিয়েছে, আমজনতার মধ্যে ব্যাপকভাবে বেড়েছে ইউপিআই ব্যবহারের প্রবণতা। আগামী ১ আগস্টের মধ্যেই বড় বদল আসছে ইউপিআই ব্যবহারের নিয়মে। তার মধ্যেই চালু হতে পারে লেনদেন পিছু চার্জের নিয়ম।