31.5 C
Kolkata
Saturday, August 30, 2025
Homeএক নজরে সব খবরজেলায়-জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি, আপাতত টানা দু'দিন রাজ্যে স্কুল বন্ধ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

জেলায়-জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি, আপাতত টানা দু’দিন রাজ্যে স্কুল বন্ধ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Updated:

আরও পড়ুন

ফের মাঝ আকাশে দুর্ঘটনা, ৬ জন যাত্রীকে নিয়ে ভেঙে হেলিকপ্টার

আহমেদাবাদের রেশ কাটতে না কাটতে ফের মাঝ আকাশে দুর্ঘটনা।...

আর নিখরচায় UPI লেনদেন নয়! গুনতে হবে গাঁটের কড়ি?

UPI Transactions: আগামী ১ আগস্টের মধ্যেই বড় বদল আসছে...

কাল থেকে দু’দিন রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে (পার্বত্য ব্যতীত) ছুটি ঘোষণা। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানান। কিছু জেলায় তাপপ্রবাহের জেরে ১৩ ও ১৪ জুন স্কুল ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলায়-জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি। এমন অবস্থায় রাজ্যের স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখে মানবিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী দু’দিন, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠান। তবে পার্বত্য এলাকার স্কুলগুলিকে ছা়ড় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৩.০৬.২৫ এবং ১৪.০৬.২৫ তারিখে রাজ্যের (পার্বত্য এলাকা ব্যতীত) সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠানে শিখন কার্যক্রম স্থগিত রাখা হবে। সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।’

রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এবং বিনোদন জগতের একেবারে টাটকা খবরের সেরার সেরা আপডেট জানুন দ্রুত।

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

আরও পড়ুন

spot_img