পুরোনো মোবাইল ফোন কেনার আগে যা জানা উচিত

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের নিত্যসঙ্গী। একই সঙ্গে ফোনের ক্ষমতাও দিন দিন বাড়ার পাশাপাশি নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে। তবে পুরোনো ফোন কেনার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পুরোনো ফোন কেনার আগে যেসব বিষয় জানতে হবে, সেগুলো দেখে নেওয়া যাক।

ফোনের অবস্থা

পুরোনো ফোন কেনার আগে প্রথমেই ফোনের বাহ্যিক অংশ ও পর্দায় কোনো ত্রুটি রয়েছে কি না, তা যাচাই করতে হবে। পর্দায় দাগ রয়েছে কি না বা ফোনের পর্দায় সব বাটন ঠিকমতো কাজ করছে কি না, তা দেখতে হবে।

ফোন কত দিনের পুরোনো

ফোনটি কত দিনের পুরোনো, তা অবশ্যই জানতে হবে। কারণ, বেশি পুরোনো মডেলের ফোন হলে অপারেটিং সিস্টেমের পাশাপাশি বিভিন্ন সফটওয়্যার হালনাগাদ করা যায় না। সমস্যা সমাধানে ফোনটির মডেল ইন্টারনেটে সার্চ করে বিস্তারিত তথ্য জানতে হবে।

ব্যাটারির কার্যকারিতা

স্মার্টফোনের জন্য ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। তাই ফোনটির ব্যাটারি একবার চার্জ কতক্ষণ ব্যবহার করা যায়, তা পরীক্ষা করে দেখতে হবে। এ জন্য ব্যাটারির ক্ষমতা জানার পাশাপাশি চার্জারের কার্যকারিতাও পরীক্ষা করতে হবে।

আইএমইআই নম্বর পরীক্ষা করা

ফোন কেনার সময় অবশ্যই ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বরটি পরীক্ষা করতে হবে। ফলে জানা যাবে, ফোনটি কেউ চুরি করেছে কি না। চুরি করা ফোন হলে আইনগত জটিলতা হতে পারে।

ফোনের কার্যকারিতা পরীক্ষা

ফোনে বিভিন্ন অ্যাপ, ইন্টারনেট ও ক্যামেরা দ্রুত ব্যবহার করা যাচ্ছে কি না, তা পরীক্ষা করতে হবে। ফলে ফোন ধীরগতির হলে বা ত্রুটি থাকলে তা বোঝা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

More like this

ইউটিউবে আসছে ‘প্লে সামথিং’ বাটন, যে সুবিধা পাওয়া যাবে

শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না ও ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে...

কীভাবে সাইবার নিরাপত্তা বজায় রাখবেন: সহজ টিপস

বর্তমান যুগে ইন্টারনেট আমাদের জীবন সহজ করেছে, তবে এর সঙ্গে বেড়েছে সাইবার ঝুঁকিও। হ্যাকিং, ফিশিং, ডেটা চুরি...

কীভাবে স্মার্টফোনের স্টোরেজ খালি রাখবেন: সহজ টিপস

আজকের দিনে স্মার্টফোনে স্টোরেজ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ছবি, ভিডিও, অ্যাপ, এবং ফাইলের কারণে আমাদের ফোনের...