তরমুজে রূপচর্চা: খাওয়া যাবে, রূপচর্চাও করা যাবে

বৈশাখে গরমের সঙ্গে ধুলাবালি, ঘাম আর অ্যালার্জির জীবাণুর টেনশন। সমাধান রয়েছে মৌসুমি ফল- তরমুজে। শুধু তৃষ্ণা নিবারণ নয়, ত্বকের যত্নেও বেশ উপকারী। 

তরমুজ সামান্য চটকে নিয়ে চোখের তলায় লাগিয়ে নিন। ১০ মিনিট পর ভেজা তুলোয় মুছে নিন। নিয়মিত ব্যবহারে দারুণ উপকার পাবেন।

♦ তরমুজের রসের সঙ্গে শসার রস মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে ও গলায় লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

♦ ৪ চা চামচ তরমুজের রসের সঙ্গে মেশান ২ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ মধু। আইস বক্সে রেখে বরফ কিউব বানিয়ে নিন। রোদ থেকে ফিরে মুখ ধুয়ে ফ্রিজে তরমুজ কিউব মুখে ঘষে নিন।

♦ ১ টেবিল চামচ তরমুজের রসের সঙ্গে মেশান ২ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ বেসন মিশিয়ে ক্লিনজার বানিয়ে নিন। মুখে, গলায় এবং হাতে মেখে হালকা ম্যাসাজ করে ১০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে ১ চা চামচ গুঁড়া দুধও মেশাতে পারেন।

♦ সমপরিমাণ তরমুজের রস এবং টক দই একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

♦ ত্বকে উজ্জ্বলতা বাড়ানোর জন্য প্যাক হিসেবে ব্যবহার করার সময় টক দই মিলিয়ে নিতে পারেন। বরফের ট্রেতে তরমুজের রস ঢেলে জমিয়ে নিন। এ বরফ দিয়ে দিনে অন্তত একবার মুখ ঘষে নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

More like this

আধুনিক জীবনে সুস্থ ও সুখী থাকার সহজ টিপস

আজকের ব্যস্ত জীবনে সুখী ও সুস্থ থাকা আমাদের সবার লক্ষ্য। তবে কাজের চাপ, মানসিক উদ্বেগ, এবং সময়ের...

Smoking: তরুণীদের মধ্যে বাড়ছে ফুসফুস ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি।...

নারীদের মধ্যে বাড়ছে ধূমপানের অভ্যেস। গত বছরের তুলনায় দ্বিগুণ হারে বেড়েছে। ফলে বাড়ছে ঝুঁকি। বিশেষ করে হার্ট ও...

মন খারাপের দিনে কোন কাজ করবেন না? কী পরামর্শ

আমাদের জীবন জুড়ে চলে নানা লড়াই। কত ওঠানামা পেরিয়ে সফল হতে হয়- সেক্ষেত্রে প্রত্যেক মানুষের সংগ্রাম আলাদা।...