Thursday, November 21, 2024

তরমুজে রূপচর্চা: খাওয়া যাবে, রূপচর্চাও করা যাবে

Share

বৈশাখে গরমের সঙ্গে ধুলাবালি, ঘাম আর অ্যালার্জির জীবাণুর টেনশন। সমাধান রয়েছে মৌসুমি ফল- তরমুজে। শুধু তৃষ্ণা নিবারণ নয়, ত্বকের যত্নেও বেশ উপকারী। 

তরমুজ সামান্য চটকে নিয়ে চোখের তলায় লাগিয়ে নিন। ১০ মিনিট পর ভেজা তুলোয় মুছে নিন। নিয়মিত ব্যবহারে দারুণ উপকার পাবেন।

♦ তরমুজের রসের সঙ্গে শসার রস মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে ও গলায় লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

♦ ৪ চা চামচ তরমুজের রসের সঙ্গে মেশান ২ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ মধু। আইস বক্সে রেখে বরফ কিউব বানিয়ে নিন। রোদ থেকে ফিরে মুখ ধুয়ে ফ্রিজে তরমুজ কিউব মুখে ঘষে নিন।

♦ ১ টেবিল চামচ তরমুজের রসের সঙ্গে মেশান ২ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ বেসন মিশিয়ে ক্লিনজার বানিয়ে নিন। মুখে, গলায় এবং হাতে মেখে হালকা ম্যাসাজ করে ১০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে ১ চা চামচ গুঁড়া দুধও মেশাতে পারেন।

♦ সমপরিমাণ তরমুজের রস এবং টক দই একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

♦ ত্বকে উজ্জ্বলতা বাড়ানোর জন্য প্যাক হিসেবে ব্যবহার করার সময় টক দই মিলিয়ে নিতে পারেন। বরফের ট্রেতে তরমুজের রস ঢেলে জমিয়ে নিন। এ বরফ দিয়ে দিনে অন্তত একবার মুখ ঘষে নিন।

Read more

Local News