স্নানের সময় মূত্রত্যাগের বদ অভ্যাস কিন্তু অনেকেরই আছে৷ তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, মহিলা এবং পুরুষ- উভয়ের জন্যই এটি ক্ষতিকর৷ দুনিয়ায় ৬৩ শতাংশ মহিলা রোজ স্নান করে। ৫৮ শতাংশ পুরুষ রোজ স্নান করে। স্নানের সময় প্রস্রাব করা মহিলাদের জন্য বেশি ক্ষতিকর। মেয়েরা যখন দাঁড়িয়ে প্রস্রাব করেন মূত্রাশয় সম্পূর্ণ খালি করতে হয় না।
আপনার যদি ইউটিআই থাকে তাহলে এই স্নানের সঙ্গে মূত্রত্য়াগের অভ্যাস ছাড়তে হবে। কারণ এতে প্রস্রাবের জীবাণু অন্যকে ইউটিআই-তে আক্রান্ত করতে পারে৷ এইভাবে মূত্রত্যাগের ফলে পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ডে সমস্যা হতে পারে৷
তাই পুরুষ-নারী নির্বিশেষে অতি অবশ্যই এই অভ্যাস ত্যাগ করা উচিত৷ পরে কিন্তু এ থেকে বড় সমস্যা হতে পারে৷
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।