15 C
Kolkata
Thursday, January 15, 2026
spot_img

২৪ কোটি টাকার ক্রিকেটার…! কোন দলের হয়ে খেলবেন ভেঙ্কটেশ আইয়ার, জেনে নিন

Venkatesh Iyer KKR : নাইট রিটেনশন তালিকায় তিনি এবার নেই। ২০২১ থেকে কেকেআরে খেলেন তিনি। তবে এবার সেই দলের জার্সি তাঁর গায়ে থাকা নিয়ে সংশয়। জানা যাচ্ছে, ২৩.৭৫ কোটি টাকার ভেঙ্কটেশকে রিটেইন করতে চায়নি নাইট শিবির।

২৪ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল কেকেআর। তবে ভেঙ্কটেশ আইয়ার সেই মূল্যের নিরিখে কেকেআরের জার্সিতে পারফর্ম করতে পারেননি। মনে করা হচ্ছিল, কেকেআর আর ভেঙ্কটেশের সম্পর্ক আর আইপিএল ২০২৬ পর্যন্ত টিকবে না। নাইট ম্যানেজমেন্ট তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তাতে বিন্দুমাত্র আভিমান নেই আইয়ারের। বরং তিনি আরও একবার কেকেআরের জার্সি গায়েই আইপিএলে খেলতে চান।

নাইট রিটেনশন তালিকায় তিনি এবার নেই। ২০২১ থেকে কেকেআরে খেলেন তিনি। তবে এবার সেই দলের জার্সি তাঁর গায়ে থাকা নিয়ে সংশয়। জানা যাচ্ছে, ২৩.৭৫ কোটি টাকার ভেঙ্কটেশকে রিটেইন করতে চায়নি নাইট শিবির। নিলামে তাঁকে কম টাকায় দলে নিতে পারে কেকেআর।

ভেঙ্কটেশ আইয়ার আবার কেকেআরের হয়ে খেলার সম্ভাবনা প্রবল। কেকেআরে খেলতে চান বলে প্রকাশ্যে জানিয়েছেন তিনি। অনেকে মনে করছেন, নাইটদের থেকে তিনি কোনও ইঙ্গিত পেয়েছেন বলেই হয়তো এমনটা বলেছেন!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন