প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হন দীপ্তি শর্মারা। সংগ্রাম আর অবহেলার ইতিহাস পেরিয়ে বহু প্রতীক্ষিত এই সাফল্যের পর মহিলা ক্রিকেটারদের স্বীকৃতি যেন বহুগুণে বেড়ে গিয়েছে। তার ফল হিসেবে ভারতীয় চার মহিলা ক্রিকেটারকে সম্মান দিল ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’।
আন্তর্জাতিক ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’ (Vogue)-এর কভার পেজে এবার জায়গা করে নিলেন হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা এবং প্রতিকা রাওয়াল। যা দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত হয়ে রইল।
গত ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন হরমনপ্রীতরা। প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকাকে ২৯৮ রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া । রান তাড়া করতে নেমে ২৪৬ রানে থেমে যায় প্রোটিয়াদের ইনিংস। ফলে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হন দীপ্তি শর্মারা। সংগ্রাম আর অবহেলার ইতিহাস পেরিয়ে বহু প্রতীক্ষিত এই সাফল্যের পর মহিলা ক্রিকেটারদের স্বীকৃতি যেন বহুগুণে বেড়ে গিয়েছে। তার ফল হিসেবে ভারতীয় চার মহিলা ক্রিকেটারকে অন্যতম সম্মান দিল ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’।


