15 C
Kolkata
Thursday, January 15, 2026
spot_img

গুয়াহাটি টেস্ট জিততেই হবে, লজ্জার সামনে দাঁড়িয়ে ভারত! ক্যাপ্টেনও নেই দলে

Ind vs Sa 2nd Test : দ্বিতীয় টেস্টের গুয়াহাটিতে দলের সঙ্গে শুভমান গিল পৌঁছেছেন। তাঁকে ফিট দেখাচ্ছিল, তবে ঘাড়ের চোট এখনও পুরোপুরি সারেনি। তাই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট।

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট শেষ হয়েছে। ইডেনে অনুষ্ঠিত প্রথম টেস্টে টিম ইন্ডিয়া ৩০ রানের ব্যবধানে হেরেছে। প্রথম ইনিংসে ৩০ রানের লিড পেলেও… পরে ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চরমভাবে ব্যাটিং অর্ডার ব্যর্থ হয়েছে। এই পরাজয়ের পর টিম ইন্ডিয়ার কোচ, প্রধান নির্বাচক এবং বিসিসিআই-র বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ফলে এখন দ্বিতীয় টেস্টে ভারতের কাছে মরণ-বাঁচন পরিস্থিতি।

এবার সিরিজ ড্র করতে হলে ২২ নভেম্বর থেকে শুরু হওয়া গুয়াহাটি টেস্টে ভারতকে অবশ্যই জিততে হবে। হারলে বা ড্র হলেও সিরিজ দক্ষিণ আফ্রিকার নামে হবে। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা কখনওই ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি। ২০১০ সালের পর প্রথমবার ভারতকে ভারতের মাটিতেই হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় টেস্টের আগে টিম ইন্ডিয়া বড় ধাক্কা খেয়েছে।

প্রথম টেস্টে ব্যাটিং করতে গিয়ে আহত হন শুভমন গিল। ঘাড়ে চোট লাগে তাঁর। দ্বিতীয় টেস্টে খেলছেন না তিনি। গিল ব্যাটিং করার সময় ঘাড়ে টান ধরে যায়। এর পরই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। পরে আবার ব্যাট করতে নামলেও প্রচণ্ড সমস্যায় পড়েন। সঙ্গে সঙ্গেই আবার ফিরে যান। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেই তবে তিনি প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যাট করতে পারেননি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন