15 C
Kolkata
Thursday, January 15, 2026
spot_img

বাস্তুমতে ছবি রাখার এই দিকটিই সেরা, ঘরে আসবে সুখ-শান্তি

Tips for Ancestor Pictures: বাস্তুশাস্ত্র মতে পূর্বপুরুষের ছবি দক্ষিণ দিকে রাখলে শান্তি, স্থিতি ও আশীর্বাদ আসে। কোন ঘরে ছবি রাখা নিষেধ, কোন ভুলে বাড়ে নেতিবাচক শক্তি—সব কিছু জানুন এই নির্দেশিকায়।

অনেকেই মনে করেন যে মৃত্যু অস্তিত্বে একটা ইতিচিহ্ন বসিয়ে দেয়। পার্থিব জীবন সম্পর্কেই শুধু সেই কথা বলা চলে। বাস্তুশাস্ত্রে পূর্বপুরুষদের তাই বিশেষ তাৎপর্য রয়েছে। মহাভারতের জরৎকারু ঋষির কথা এই সূত্রে অনেকের মনে পড়ে যেতে পারে, পূর্বপুরুষরা যাঁকে জীবনের কর্তব্য সম্পর্কে সচেতন করেছিলেন। বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষরা যদি অসন্তুষ্ট হন, তাহলে একজন ব্যক্তি জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন।

বাস্তুশাস্ত্রে গৃহস্থালির প্রতিটি জিনিসপত্র রাখার দিক থেকে শুরু করে শক্তির প্রবাহ পর্যন্ত সব কিছুর বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। বিশ্বাস করা হয় যে, ঘরে সঠিক দিকে জিনিসপত্র রাখলে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। একইভাবে, পূর্বপুরুষের ছবি সঠিক দিক মেনে স্থাপন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

পূর্বপুরুষদের ছবি কোন দিকে স্থাপন করা উচিত?পূর্ণিয়াবিখ্যাত বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত মনোৎপাল ঝা-র মতে, পূর্বপুরুষের ছবি স্থাপনের জন্য দক্ষিণ দিকটি সর্বোত্তম বলে বিবেচিত হয়। দক্ষিণ দিকে ছবি স্থাপন করলে পূর্বপুরুষরা খুশি হন, পরিবারের উপর তাঁদের আশীর্বাদ বর্ষণ করেন এবং বাড়ির মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, পূর্বপুরুষের ছবি সঠিক দিকে রাখলে জীবনে চ্যালেঞ্জ কম হয় এবং তা ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে বাধা দেয়

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন