20 C
Kolkata
Thursday, January 15, 2026
spot_img

দেশের যুবসমাজের স্বার্থে বিরাট পদক্ষেপ কেন্দ্রের, বিনামূল্যে AI কোর্স!

AI for ALL: দেশের অন্তত ১ কোটি যুবকে এই কোর্সের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত শিক্ষায় শিক্ষিত করাই লক্ষ্য। মাত্র সাড়ে ৪ ঘণ্টার এই কৃত্রিম বুদ্ধিমত্তার কোর্সটি দেশের যুবক ও সাধারণ নাগরিকদের কাছে এআইকে আরও সহজ করে দেবে।

ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবার প্রকাশ করল ‘YUVA AI for ALL’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তার কোর্স। ১৮ নভেম্বর ২০২৫ তারিখে ভারতের প্রেস ইনফর্মেশন ব্যুরো এই বিষয়ে একটি প্রেস রিলিজ জারি করে এই খবর জানিয়েছে। একেবারে বিনামূল্যে এই কোর্স করার সুযোগ দিচ্ছে ভারত সরকার।

জানা গিয়েছে দেশের অন্তত ১ কোটি যুবকে এই কোর্সের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত শিক্ষায় শিক্ষিত করাই লক্ষ্য। মাত্র সাড়ে ৪ ঘণ্টার এই কৃত্রিম বুদ্ধিমত্তার কোর্সটি দেশের যুবক ও সাধারণ নাগরিকদের কাছে এআইকে আরও সহজ করে দেবে।

এই কোর্সটি IndiaAI মিশনের অংশ। এই কোর্সের মাধ্যমে দেশের যুব সমাজকে কেন্দ্র সরকার কৃত্রিম বুদ্ধিমত্তায় শিক্ষিত হিসাবে গড়ে তুলতে চাইছে। সুপরিচিত কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ জসপ্রীত বিন্দ্রা এই এআই মিশনের নকশা তৈরি করেছেন। এখানে গোটা বিশ্বের এআই জ্ঞানের সঙ্গে ভারতীয় বাস্তবতা মিশিয়ে তৈরি করা হয়েছে কোর্সটি।

কৃত্রিম বুদ্ধিমত্তা কী, এটি কীভাবে শিক্ষা ও সৃষ্টিশীলতাকে বদলে দিচ্ছে, এবং কী করে দায়িত্বশীলভাবে এআই ব্যবহার করতে হয়, এই সবই শেখানে হবে এই কোর্সে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সফলভাবে এই কোর্স শেষ করলে ভারত সরকারের পক্ষ থেকে একটি অফিশিয়াল শংসাপত্রও পাওয়া যাবে। এই শংসাপত্রটি আপনার কর্মজীবনের জন্য একটি বড় পদক্ষেপ। এই কোর্সের মাধ্যমে শহর থেকে গ্রাম, অর্থাৎ ভারত ডিজিটাল দূরত্ব দূর করে আগামীর জন্য তৈরি হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন