15 C
Kolkata
Thursday, January 15, 2026
spot_img

Kolkata Metro : নিউ ইয়ার্স ইভে কলকাতা মেট্রোও প্রস্তুত! আজ বর্ষবরণের রাতে যাত্রীদের জন্য বাম্পার ব্যবস্থা!

New Year’s Eve: নিউ ইয়ার্স ইভে কলকাতা মেট্রোয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড-সহ গুরুত্বপূর্ণ স্টেশনে বাড়তি আরপিএফ মোতায়েন ও ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবা চালু।

Kolkata Metro Railway: নববর্ষের রাতে যাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে মেট্রো রেলওয়ে। ৩১ ডিসেম্বর ২০২৫, নিউ ইয়ার্স ইভ উপলক্ষে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম ও দক্ষিণেশ্বর-সহ একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন যাত্রী নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য অতিরিক্ত আরপিএফ কর্মী মোতায়েন করা হবে। যাত্রীদের নিরাপদ, মসৃণ ও ঝামেলামুক্ত যাত্রা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা।

পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে মহিলা ও শিশু যাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত মহিলা আরপিএফ অফিসার ও কর্মী মোতায়েন থাকবে। পাশাপাশি, জরুরি পরিস্থিতি মোকাবিলায় পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনে একটি বিশেষ দল স্ট্যান্ডবাই হিসেবে উপস্থিত থাকবে। এছাড়াও, দ্রুত প্রতিক্রিয়ার জন্য একটি কুইক রেসপন্স টিম (QRT) প্রস্তুত রাখা হবে।

সেন্ট্রাল কন্ট্রোলে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হবে এবং রিয়েল-টাইম ভিত্তিতে বিস্তৃত সিসিটিভি নজরদারি চালানো হবে। পার্ক স্ট্রিট স্টেশনে যাত্রী নিয়ন্ত্রণের জন্য কিউ ম্যানেজার, লাউড হেলার, দড়ি ও অন্যান্য ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। পাশাপাশি ডগ স্কোয়াডের সাহায্যে অ্যান্টি-স্যাবোটাজ চেকও করা হবে।

এছাড়াও পার্ক স্ট্রিট স্টেশনে একজন অফিসার ও চারজন কর্মী নিয়ে গঠিত একটি অতিরিক্ত বিশেষ দল মোতায়েন থাকবে। পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনে পর্যাপ্ত আরপিএফ কর্মী যাত্রীদের দিকনির্দেশ, সহায়তা ও সহযোগিতার জন্য উপস্থিত থাকবেন।

নববর্ষের রাতে যাত্রীদের ভিড় সামাল দিতে ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে। ৩১ ডিসেম্বর রাত ৯টা ৪০ মিনিটের পর ব্লু লাইনে মোট ৮টি অতিরিক্ত পরিষেবা (৪টি আপ ও ৪টি ডাউন) চালানো হবে। মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের কাছে আবেদন জানিয়েছে, নিরাপত্তা ও পরিষেবা নির্বিঘ্ন রাখতে মেট্রো কর্মী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার জন্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন