15 C
Kolkata
Thursday, January 15, 2026
spot_img

বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক হরমনকে ডি.লিট দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির বৈঠকে প্রস্তাবিত নামগুলি পাশ করিয়ে নেওয়া হবে।‌

ডি.লিট দেওয়া হবে বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে। আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই বিশেষ সম্মানে সম্মানিত করা হবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের দেওয়া প্রস্তাবে সায় দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনটাই রাজভবন সূত্রে খবর।

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্কের ক্যাচ তালুবন্দি করেন হরমনপ্রীত কৌর। এর সঙ্গে রচনা হয় নতুন ইতিহাস। প্রথমবারের মতো বিশ্বজয়ের ট্রফি হাতে তোলে ভারতীয় মহিলা দল। বিশ্বজয়ী সেই অধিনায়ককে ডি.লিট উপাধি দিয়ে সম্মানিত করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। 

কেবল হরমনপ্রীত নন, বুধবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সমাবর্তনে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হবে।‌ এছাড়া ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও-র চেয়ারম্যান সমীর ভি কামাল এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চের সিইও শিবকুমার কল্যাণারমনের মধ্যে একজনকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন