আচমকা বিশ্বজুড়ে স্তব্ধ এক্স, ChatGPT! কেউ লগ ইন করতে পারছে না এক্স হ্যান্ডেলে। কারও অভিযোগ কিছু পোস্ট করা যাচ্ছে না। এদিকে ওপেন হচ্ছে না ChatGPT, একাধিক ওয়েবসাইটও। সবমিলিয়ে চূড়ান্ত হয়রানির শিকার ইউজাররা।
জানা গিয়েছে, ক্লাউড ফেয়ার বিভ্রাটের কারণে আচমকাই স্তব্ধ হয়ে গিয়েছে একাধিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট। এক্স হ্যান্ডেলে লগইন, পোস্ট, কমেন্ট কিছুই করা যাচ্ছে না। খুলছে না বহু ওয়েবসাইট। যে কোনও ওয়েবসাইটে ঢুকতে গেলেই ইউজাররা দেখতে পাচ্ছেন, ‘500 Internal Server Error’। কোথাও দেখাচ্ছে, ‘internal server error on Cloudflare’s network, please try again in a few minutes.’
তবে এবিষয়ে ক্লাউড ফেয়ারের তরফে জানানো হয়েছে, ‘একটা যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। ফলে একাধিক ওয়েবসাইট সমস্যার সম্মুখীন হয়েছে। দ্রুত তা সমাধানের চেষ্টা করা হচ্ছে।


