উত্তর ২৪ পরগনা: SIR প্রক্রিয়া শুরু হতেই দক্ষিণ দমদম পুরসভার একটি এলাকায় দেখা দিয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। হনুমান মন্দিরের সংলগ্ন মেলাবাগান ঝুপড়িপট্টিতে একের পর এক ঘরে তালা ঝুলছে। পুরো এলাকা প্রায় জনশূন্য হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয়দের দাবি, এই ঝুপড়িগুলির অধিকাংশ বাসিন্দাই নাকি বাংলাদেশের নাগরিক। অভিযোগ, বেআইনিভাবে ভোটার কার্ড, আধার কার্ড-সহ একাধিক পরিচয়পত্র তৈরি করেছিলেন তাঁরা। সম্প্রতি SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ঘর তালাবন্ধ করে এলাকা ছেড়েছেন ওই বাসিন্দারা—এমনটাই দাবি স্থানীয়দের।
তালাবন্ধ ঘরের সারি ও আচমকা জনবিহীন পরিবেশ ঘিরে তৈরি হয়েছে রহস্যের আবহ। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য এখনও পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রশ্ন—কী কারণে রাতারাতি পুরো ঝুপড়িপট্টি খালি হয়ে গেল?


