দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থেকে বছর চল্লিশের এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে রাস্তার ধারে পড়ে থাকা দেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাকে নৃশংস খুন হিসেবে মনে করা হলেও, মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার পোশাক এলোমেলো অবস্থায় ছিল, যা ঘিরে উঠেছে একাধিক সন্দেহ। শারীরিক নির্যাতনের কোনও চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যও।
ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী কারণে এই ভয়াবহ হত্যাকাণ্ড, ব্যক্তিগত শত্রুতার জেরে নাকি অন্য কোনও কারণ—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। ঘটনার সম্পূর্ণ সত্যতা জানতে তদন্ত জোরদার করা হয়েছে।


