গুয়াহাটি টেস্টে শুবমান গিল খেলতে পারবেন না—তা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। কিন্তু ক্রিকেট–বিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফোর খবর, ভারত টেস্ট দলের এই অধিনায়ককে দেখা যাবে না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটি টেস্টে। গুয়াহাটিতে আগামী শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। কলকাতায় জিতে আপাতত সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
গত ১৬ অক্টোবর শেষ হওয়া কলকাতা টেস্টে ঘাড়ের চোটে ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পারেননি গিল। ঘাড়ে টান লাগায় ম্যাচে দ্বিতীয় দিনে হাসপাতালে যেতে হয় তাঁকে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। সহ-অধিনায়কের দায়িত্বে থাকা ঋষভ পন্ত গিলের অনুপস্থিতিতে ভারতের অধিনায়কত্ব করবেন বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
গিলের জায়গায় সাই সুদর্শন, দেবদূত পাড়িক্কাল ও নীতীশ কুমারের মধ্যে যে কাউকে বদলি হিসেবে গোয়াহাটি টেস্টের দলে অন্তর্ভুক্ত করতে পারে ভারত।


