নিশাঞ্চি’র হাত ধরে বিনোদুনিয়ায় পা রেখেছিলেন, এবার যশরাজ ফিল্মসের নতুন ‘অ্যাকশন ড্রামার হাত ধরে ফের পর্দায় ফিরছেন ঐশ্বরী ঠাকরে। এবার অহন পাণ্ডে ও শর্বরী ওয়াঘের সঙ্গে নাকি একই ছবিতে দেখা যাবে ঐশ্বরীকে। খলচরিত্রে দেখা যাবে ঐশ্বরীকে।
শোনা যাচ্ছে এই ছবিতে একটা বড় অংশ জুড়ে রয়েছে ছবির খলচরিত্র। অর্থাৎ ঐশ্বরী ঠাকরেকে দেখা যাবে একটা বড় অংশ জুড়ে এই ছবিতে। অন্যদিকে এই ছবিতে অহন-শর্বরী ও ঐশ্বরী তিনজনএই থাকবেন শুনে নতুন কিছু পাওয়ার আশায় বুখ বাঁধছেন দর্শকও। অন্যদিকে বলিউডের স্বনামধন্য পরিচালক আলি আব্বাস জাফর এর আগে ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো ছবি পরিচালনা করেছেন। ছবির নাম এখনও কিছু নির্ধারিত হয়নি বলেই জানা যাচ্ছে। অনুরাগ কাশ্যপের ‘নিশাঞ্চি’র হাত ধরেই অভিষেক ঘটেছিল অভিনয় জগতে ঐশ্বরীর। এবার দ্বিতীয় ছবির জন্যও জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন তিনি।


