বুধবার অনূর্ধ্ব-১৯ পুরুষদের বিশ্বকাপ সূচি ঘোষণা করল আইসিসি। টুর্নামেন্টটি ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
২৩ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় মোট ৪১টি ম্যাচ হবে। সবচেয়ে বড় তথ্য হল, ছোটদের বিশ্বকাপে এক গ্রুপে নেই ভারত এবং পাকিস্তান। দুই দেশের মধ্যে ২০০৮ সাল থেকে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ।
প্রতিযোগিতা শুরু হবে ১৫ জানুয়ারি ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ম্যাচ দিয়ে। খেলা হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে। জিম্বাবোয়ের হারারের দু’টি মাঠ এবং বুলাওয়ের একটি মাঠে খেলা হবে। নামিবিয়াও দু’টি মাঠে খেলা হবে। বিশ্বকাপে প্রথমবার খেলবে তানজানিয়া। খেলবে জাপানও। যদিও এটা তাদের দ্বিতীয় বিশ্বকাপ।
গ্রুপ বিন্যাস
গ্রুপ এ: ভারত, বাংলাদেশ, আমেরিকা, নিউজিল্যান্ড
গ্রুপ বি: জিম্বাবোয়ে, পাকিস্তান, ইংল্যান্ড এবং স্কটল্যান্ড।
গ্রুপ সি: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান এবং শ্রীলঙ্কা।
গ্রুপ ডি: তানজানিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা।


