20 C
Kolkata
Thursday, January 15, 2026
spot_img

নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবেই ফের বাড়ল তাপমাত্রা

হালকা শীতের পরশে যখন বঙ্গবাসী একটু স্বস্তি পাচ্ছিল, ঠিক সেইসময়ই আবহাওয়ার চিত্র আবার বদলে গেল (Weather Update)। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় ঘূর্ণাবর্ত মিলিয়ে শীতের পথে কার্যত বাধা হয়ে দাঁড়িয়েছে।

হালকা শীতের পরশে যখন বঙ্গবাসী একটু স্বস্তি পাচ্ছিল, ঠিক সেইসময়ই আবহাওয়ার চিত্র আবার বদলে গেল (Weather Update)। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় ঘূর্ণাবর্ত মিলিয়ে শীতের পথে কার্যত বাধা হয়ে দাঁড়িয়েছে। নভেম্বরের শুরু থেকেই তাপমাত্রা দ্রুত নামতে শুরু করায় শহর থেকে গ্রাম- সব জায়গাতেই ঠান্ডা বাড়ছিল (Weather Update)। কিন্তু এই আবহাওয়াজনিত পরিবর্তনের জেরে সেই গতি এখন থমকে গেছে।

আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। অর্থাৎ, শীতের তীব্রতা কিছুটা হলেও কমবে। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের প্রভাবে বাতাসের স্বাভাবিক গতিপথ বদলে যায়, ফলে ঠান্ডা বাতাস তুলনামূলক কম ঢুকতে পারে। এই কারণেই রাজ্যের ওপর শীতের দাপট সাময়িকভাবে কমেছে।

শীত কমলেও কুয়াশার প্রভাব কয়েকটি জেলায় আরও বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভোরের দিকে রাস্তাঘাট ঢেকে যেতে পারে ঘন কুয়াশায়। দৃশ্যমানতা কমে গেলে যানবাহন চলাচলে সমস্যা তৈরি হতে পারে। তবে দিনের বেলা আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকার আশাই করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন