নতুন বছরে নতুন মোড়কে সকলের সামনে আসবেন অক্ষয় কুমার। হেরা ফেরি ৩, জলি এলএলবি ৩ সিনেমায় আরও একবার কমেডির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অক্ষয়কে।
চলতি বছরে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের। যদিও এর মধ্যে বড়ে মিয়া ছোটে মিয়া, খেল খেল মে চূড়ান্ত ফ্লপ প্রমাণিত হয়েছিল বক্স অফিসে। সিংঘম এগেইন এবং স্ত্রী ২ সাফল্য অর্জন করলেও এই দুটি সিনেমায় অভিনয় করেছিলেন আরও অনেক তারকা। তাই ২০২৪ সালে খুব একটা সাফল্যের মুখ দেখেননি অক্ষয়।
তবে এবার নতুন বছরের জন্য একেবারে কোমর বেঁধে প্রস্তুত খিলাড়ি। হেরা ফেরি থ্রি এবং জলি এলএলবি থ্রি এই দুটি সিনেমা নিয়ে নতুন বছরে আসতে চলেছেন অক্ষয়। খুব স্বাভাবিকভাবেই এই দুটি সিনেমায় কমেডি চরিত্রই অভিনয় করবেন তিনি।শুধু তাই নয়, হেরা ফেরি যে ৯০ দশকের মানুষের কাছে একটি নস্টালজিক সিনেমা, সেটা বলাই বাহুল্য।