দীর্ঘ ৮ বছর পর আবারও ভারতীয় ছবিতে ফিরতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া? তেমনি জল্পনা শোনা যাচ্ছে। এমনকি অভিনেত্রী নিজেও কিছু দিন আগে এই বিষয়ে আভাস দিয়েছিলেন। এবার জানা গেল সেটা সত্যি হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী এসএস রাজামৌলির ছবিতে দেখা মিলবে অভিনেত্রীর।
প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট অভিনীত জি লে জারা ছবিটি বহু বছর আগে ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত সেই ছবির বিষয়ে আর কোনও উচ্চবাচ্য শোনা যাচ্ছে না। এর মাঝেই শোনা গেল হলিউড প্রজেক্টের মাঝে আবার ভারতীয় ছবিতে কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে এসএস রাজামৌলি পরিচালিত ছবিতে দেখা মিলবে প্রিয়াঙ্কাকে। তাঁর বিপরতে থাকবেন দক্ষিণী তারকা মহেশ বাবু।
এখনও পর্যন্ত এই ছবিটির নাম ঠিক হয়নি বলেই জানা গিয়েছে। তবে আগামী বছর থেকে শ্যুটিং শুরু হবে। ২০২৬ সালের শেষ পর্যন্ত চলবে শ্যুটিং। তারপর ২০২৭ সালে মুক্তি পেতে পারে এটি।