ওড়িশা | Puri Jagannatha Snan Yatra : আজ ১০৮টি তীর্থক্ষেত্রের জলে স্নান করবেন প্রভু জগন্নাথ দেব। গতকাল মঙ্গলবার বিকেলেই বিভিন্ন তীর্থক্ষেত্রের পবিত্র জল এসে পৌঁছে গিয়েছে দিঘার জগন্নাথ মন্দিরে। পবিত্র সেই সমস্ত তীর্থক্ষেত্রের জল দিয়ে বুধে মণ্ডপে স্নান করবেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
জগন্নাথ মন্দির সূত্রে খবর, সকাল নটা নাগাদ শুরু হয় পাহাণ্ডি বিজয়। চলে প্রায় দেড় ঘন্টা ধরে। ইতিমধ্যে পাহাণ্ডি বিজয়ের জন্য ইসকনের ৩০ জন সন্ন্যাসী দিঘায় এসে পৌঁছেছেন। তারাই পাহাণ্ডি বিজয়ের মাধ্যমে একে একে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান মণ্ডপের দিকে নিয়ে আসবেন।
স্নানযাত্রার আগে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সারা শরীরে লাগানো হবে তুলসী। প্রথমে বের করা হবে সুদর্শন চক্র এবং পরে বলরাম, সুভদ্রা মহারানী এবং সর্বশেষে প্রভু জগন্নাথকে। মন্দিরের বামদিকে ইতিমধ্যে তৈরি করা হয়েছে স্নান মণ্ডপ।
১০৮টি তীর্থক্ষেত্রের জলের সঙ্গে মেশানো হবে কাঁচা দুধ, আতর ও চন্দন। তিনটি বিগ্রহেকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করে চলবে স্নানের পর্ব। সঙ্গে চলবে বৈদিক মন্ত্র উচ্চারণ এবং কীর্তন ও শঙ্খধ্বনি। স্নানের পর ১০৮ টি তুলসী পাতা জগন্নাথের চরণে দেওয়া হবে।
এদিনই শেষ জগন্নাথ দর্শন করা যাবে। এরপর ১৫ দিন পর ফের জগন্নাথ সকলের সামনে আসবেন। ওই সময় চলবে অনসর পর্ব। আয়ুর্বেদিক পাঁচনে জগন্নাথ সুস্থ হয়ে আগামী ২৬ তারিখ দেখা দেবেন সকলকে।