IMD Monsoon 2025 Update: ১৪ জুন থেকে পূর্ব ভারতে সক্রিয় হবে মৌসুমী বায়ু, এমনই স্বস্তির পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসমভবন। ১২ জুন থেকে দক্ষিণবঙ্গে হাওয়া-বদলের ইঙ্গিত। ১১ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে উঠবে।
১৪ জুন থেকে পূর্ব ভারতে সক্রিয় হবে মৌসুমী বায়ু, এমনই স্বস্তির পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসমভবন। ১২ জুন থেকে দক্ষিণবঙ্গে হাওয়া-বদলের ইঙ্গিত। ১১ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে উঠবে। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে। দক্ষিণের প্রায় সব জেলাতেই হট এবং হিউমিড পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। ২০ জুনের মধ্যে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আজ বুধবার গরম ও অস্বস্তি চরমে। দক্ষিণের বেশ কিছু জেলায় হট এবং হিউমিড পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া। আপাতত বর্ষার অনুকূল পরিবেশ নয় দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেই থমকে মৌসুমী বায়ু।
বুধবার থেকে শনিবার পর্যন্ত বজবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার, আবার কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে।
বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উইকেন্ডে ভারী বৃষ্টি দার্জিলিংয়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও সংলগ্ন জেলাতেও। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।