১১তম ভারতীয় হিসাবে আইসিসি হল অফ ফেমে স্থান পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সাধারণত ক্যাপ্টেন কুলকে খুব বেশি আবেগপ্রবণ হতে দেখা যায় না। কিন্তু আইসিসি হল অফ ফেমে স্থান পেয়ে আপ্লুত মাহি।
সোমবার লন্ডনে এক অনুষ্ঠানে আইসিসি-র ‘হল অফ ফেম’-এ স্থান পেয়েছেন ধোনি। কেবল বিশ্বজয়ী ভারত অধিনায়ক নন, এদিন হল অফ ফেমে আরও ৬ জনকে স্থান দেওয়া হয়। তাঁদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুই মহিলা ক্রিকেটার। তালিকায় নাম রয়েছে ম্যাথু হেডেন, গ্রেম স্মিথ, হাসিম আমলা, ড্যানিয়েল ভেত্তোরি, সানা মীর এবং সারা টেলরের।
বিশেষ সম্মান পেলেও লন্ডনের অনুষ্ঠানে হাজির ছিলেন না ধোনি। পরে আইসিসির শেয়ার করা একটি ভিডিওতে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, “আইসিসির হল অফ ফেমে জায়গা পাওয়াটা অত্যন্ত সম্মানের। সর্বপ্রজন্মের, সবদেশের ক্রিকেটারদের পারফরম্যান্সকে স্বীকৃতি দেয় এই হল অফ ফেম। সর্বকালের সেরা এমন কিংবদন্তিদের নামের সঙ্গে আমার নামটাও স্মরণীয় হয়ে থাকবে, সেটা ভাবতেই অসাধারণ লাগছে। সারাজীবন এই সম্মানটা মনে রাখব।”