উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকে পড়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনও অধরা বর্ষার বৃষ্টি। বরং ভ্যাপসা গরমে জেরবার হচ্ছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।জ্বালাপোড়া গরমে সেদ্ধ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ। গরমের অসহনীয় পরিস্থিতি যেন সহ্যের সীমা ছাড়াচ্ছে। তবে এবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
গত কয়েকদিন ধরেই অসহ্যকর গরমে সেদ্ধ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ। শহর থেকে জেলা, সর্বত্র গরমের দাপট যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তবে এবার দক্ষিণবঙ্গে হাওয়া বদলের বার্তা হাওয়া অফিসের। আজ মঙ্গলবার আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন চোখে না পড়লেও বুধবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
কলকাতার ওয়েদার আপডেট
গত কয়েকদিন ধরে অসহ্যকর গরমে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে শহর কলকাতাতেও। দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছেন মহানগরের বাসিন্দারা। তবে বুধবার কলকাতা শহরেও ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হবে। তবে আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এনকী আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাতেও বিশেষ হেরফের হবে না।