চলতি মাসেই মুক্তি পাওয়া আলোচিত এই অ্যাকশন-থ্রিলার সিনেমা। ১৩ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর এখন প্ল্যাটফর্মটির ইংরেজিভাষী সিনেমার তালিকার শীর্ষে আছে ‘ক্যারি-অন’। কী আছে হাউমে কোয়েত-সেরার আলোচিত এই সিনেমাতে?
কেন দেখবেন?
স্প্যানিশ নির্মাতা হাউমে কোয়েত-সেরা প্রচুর সিনেমা বানিয়েছেন। মূলত হরর ও অ্যাকশন-থ্রিলার বানিয়েছেন। বেশি সিনেমা বানানোর ফলে যা হয়, কিছু সিনেমা বেশ ভালো হয়েছে, কিছু হয়েছে ভুলে যাওয়ার মতো। তবে অ্যাকশন-থ্রিলারে তাঁর পারদর্শিতা প্রশংসা করার মতো।
বিশেষ করে লিয়াম নিসনকে নিয়ে তাঁর করা ‘আননোন’, ‘নন-স্টপ’, ‘রান অল নাইট’ সিনেমাগুলো আলোচিত হয়েছিল। আবার ডোয়াইন জনসনকে নিয়ে ‘জঙ্গল ক্রুজ’, ‘ব্ল্যাক অ্যাডাম’-এর মতো বড় বাজেটের সিনেমাও করেছেন। এবার তিনি হাজির হয়েছেন অল্প বাজেট আর তুলনামূলকভাবে কম পরিচিত তারকা ট্যারন এগারটনকে নিয়ে। এবং শেষ পর্যন্ত তিনি বেশ উপভোগ্য একটা থ্রিলার বানিয়েছেন।