আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে আরও গ্ল্যামারস করার জন্য কোনওরকম খামতি রাখা হচ্ছে না। সেখানে আশা ভোঁসলেকে নিয়ে আসাটা নিঃসন্দেহে বড় চমক।
শুধু তিনি নন। পারফর্মারদের লিস্টরা বেশ বড়। শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) থেকে শুরু করে অরিজিৎ সিং (Arijit Singh), রণবীর সিং (Ranveer Singh), তামান্না ভাটিয়াদের (Tamanna Bhatia) মতো এক ঝাঁক বলিউডি তারকারাও থাকছেন।
ঠিক হয়েছে, বিশ্বকাপ শুরুর আগের দিন, অর্থাৎ ৪ অক্টোবর আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঘণ্টা দু’য়েকের এই জমকালো অনুষ্ঠান হবে। মঙ্গলবার প্রস্তুতি ম্যাচ শেষ হচ্ছে। সেখান থেকেই ১০ দেশের ক্যাপ্টেন আহমেদাবাদে চলে আসবেন। সাধারণত ম্যাচের দিন উদ্বোধনী অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু যেহেতু ম্যাচ শুরু দুপুর আড়াইটে থেকে, ফলে তার আগে করতে গেলে সেই জমকালো ব্যাপারটা থাকবে না। তাছাড়া যে বিশেষ লেজার শো’য়ের ব্যবস্থা করা হচ্ছে, সেটা দুপুরে সম্ভব নয়।
আর ম্যাচের মাঝে যেহেতু চল্লিশ মিনিটের বিরতি থাকে, তাই অত কম সময়ের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান করা সম্ভব নয়। ঠিক হয় যেহেতু বুধবার ক্যাপ্টেন্স মিট রাখা হবে, তাই সেদিনই সন্ধেয় উদ্বোধনী অনুষ্ঠানও করা হবে। যার ফলে সব টিমের ক্যাপ্টেনরাই সেখানেই থাকতে পারবেন।
আরও আছে। প্রত্যেক দেশের অধিনায়ককে কীভাবে নিয়ে আসা যায়, সেখানেও কীভাবে অভিনবত্ব আনা হবে, সেটা নিয়েও ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে। যা শোনা যাচ্ছে, বিশেষ চমক থাকতে পারে।