বিদায়বেলায় বাংলার একাধিক জায়গা ভাসাতে চলেছে বর্ষা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাই জারি হয়েছে সতর্কতা। এর মধ্যে বহু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে হবে বজ্রপাত। এই দুই জেলায় থাকবে হলুদ সতর্কতা। এছাড়া জলপাইগুড়িতে আজ অতিভারী বৃষ্টি হতে পারে। এই জেলায় জারি হবে কমলা সতর্কতা।
এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হবে আজ। এই দুই জেলায় জারি হবে হলুদ সতর্কতা। এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। মালদাতেও আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এর জেরে মালদাতে আজ জারি থাকবে হলুদ সতর্কতা।
আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। এর জেরে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি হলুদ সতর্কতা।