মোবাইল থেকে সহজে সব মেল ডিলিট করা যায় না। একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করতে হয়। সব একসঙ্গে সিলেক্ট করা যায় না। ফলে মেল ডিলিট করতেই লেগে যায় অনেকটা সময়। তবে এবার এই সমস্যার সমাধান করতে চলেছে জিমেল অ্যাপের নিয়ামক সংস্থা গুগল।
তাদের নয়া আপডেটেই সমস্যা মিটবে বলে জানিয়েছে গুগল। বলা হয়েছে, এই আপডেটে একটি নয়া অপশন আসছে। আর তার নাম ‘সিলেক্ট অল’। ‘সিলেক্ট অল’ অপশন দিয়ে সহজেই সবকটি মেল সিলেক্ট করে ফেলা যাবে। এতে মেল ডিলিট করার কাজটি আরও সহজ হবে বলেই জানাচ্ছে গুগল সংস্থা। প্রথমে সবকটি মেল সিলেক্ট করে নিয়ে প্রয়োজনীয় মেল ডিসিলেক্ট করতে হবে। এবার নির্বাচিত বা সিলেক্টেড মেলগুলি ডিলিট করে দিলেই ইনবক্স পরিষ্কার।
এর আগে শুধু কম্পিউটারেই এই ব্যবস্থা ছিল জিমেলের। ইনবক্স পরিষ্কার করতে হলে ভরসা করতে হত কম্পিউটারের উপর। নয়া আপডেট আসায় সেই ঝামেলা সুরাহা হল অনেকটাই।