- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
অবশেষে অপেক্ষার অবসান! চেনা পিচে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঞ্চালনার সুবাদেই জি বাংলার গেম শো ‘দাদাগিরি’র জনপ্রিয়তা আকাশছোঁয়া।অবশেষে ১০ নম্বর সিজন নিয়ে ফিরছেন সৌরভ।
শনিবার ‘দাদাগিরি’র সম্প্রচারের দিনক্ষণ জানালো চ্যানেল। আগামী ৬ই অক্টোবর থেকে শুক্র ও শনিবার রাত ৯.৩০টা দেখা যাবে সৌরভ সঞ্চালিত গেম শো। সুতরাং দাদাগিরি শুরুর পর ডান্স বাংলা ডান্স সপ্তাহে একমাত্র রবিবার টেলিকাস্ট হবে, মিলল তেমনই ইঙ্গিত।
দাদাগিরির গত সিজনের ট্যাগ লাইন ছিল- ‘হাত বাড়ালেই বন্ধু’। সৌরভ গঙ্গোপাধ্যায় বাঙালির আবেগ, এবার সেই আবেগকেই পর্দায় ফুটিয়ে তুলবেন নির্মাতারা। এই শোয়ের প্রোমোতে সৌরভকে বলতে শোনা যায়, ‘বাঙালি লড়ে, বাঙালি গড়ে। বাঙালি আজও দাদাগিরি করে। যে বাঙালি বাঘের মতো ঝাঁপাতে তৈরি তাঁদের জন্য আসছে দাদাগিরি।’
- Advertisement -