আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
দিনভর বজ্রবিদ্যৎ সহ ভারী বৃষ্টি নামতে দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি এতটাই বাড়বে, যার জেরে ধস নামার সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ফুলে-ফেঁপে উঠবে নদীর জলস্তরও। উত্তরে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা জয়সলমীর-কোটা হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত। তার জেরে দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে, তাপমাত্রা বাড়বে। শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।