২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের জন্য পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি। এবছর বিশ্বকাপে কেবল মাত্র পুরস্কার মূল্য হিসেবেই আইসিসি খরচ করবে সাকুল্যে ১০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৩ কোটি টাকা।
বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পকেটে পুরবে ৪ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ কোটি ১৮ লক্ষ টাকা। অর্থাৎ, মোট পুরস্কার মূল্যের ৪০ শতাংশ অর্থ সরাসরি চলে যাবে চ্যাম্পিয়ন দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
বিশ্বকাপের রানার্স দলের পকেটে ঢুকবে ২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ কোটি ৬০ লক্ষ টাকা। অর্থাৎ, চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ পুরস্কার হিসেবে হাতে পাবে ফাইনালে হেরে যাওয়া দল।
বিশ্বকাপের খেলাগুলি হবে ভারতের ১০টি শহরে। গ্রুপ পর্বের ৪৫টি ম্যাচ, দুটি সেমিফাইনাল ও ফাইনাল। গ্রুপ পর্বে রাউন্ড রবিন ফরম্যাটে দলগুলি একে অপরের বিরুদ্ধে খেলবে। পয়েন্ট তালিকার প্রথম চারটি দল শেষ চারের টিকিট পাবে।