ঠিক যেন শিবের জটার অর্ধচন্দ্র। রয়েছে মহাদেবের ডমরুও। বেলপাতা, ত্রিশূল কিছুই বাদ নেই। এই সবকিছুই এবার দেখা যাবে বারানসীর এই ক্রিকেট স্টেডিয়ামে। সম্প্রতি প্রকাশ্যে সেইসব ছবি। যেখানে ফ্লাডলাইট থেকে আরম্ভ করে দর্শকাশন সবেতেই থাকবে মহাদেবের ছোঁয়া।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে, বারানসীতে তৈরি হতে চলে সেই স্টেডিয়ামের ছবি। যা দূর থেকে দেখলে মনে হবে, মহাদেবের মাথায় থাকা অর্ধচন্দ্রটিকে বসিয়ে দেওয়া হয়েছে। আসলে ওই স্টেডিয়ামের আকৃতিই ওমন। সেইসঙ্গে রয়েছে ত্রিশূল আকৃতির ফ্ল্যাডলাইট। প্রবেশদ্বারেও রয়েছে মহাদেবের চিহ্ন। সেগুলি দেখতে হুবহু বেলপাতার মতো। এখানেই শেষ নয়।
কর্তৃপক্ষের দাবি এই স্টেডিয়ামের দর্শকাসনও হবে গঙ্গার ঘাটের মতো। শিব পুজোয় অন্যতম উপাদান এই গঙ্গাপুজো। সেইসঙ্গে কাশীধামের জনপ্রিয়তার আরও এক কারণ একাধিক ঘাট। প্রতিদিন সেখানে হাজারো ভক্ত ভিড় জমান গঙ্গারতি দেখার উদ্দেশ্য নিয়ে। সেই ঘাটের কথা মাথায় রেখেই বিশেষ আকৃতির দর্শকাসন তৈরির কথা ভাবা হয়েছে। এছাড়াও থাকবে এক বিশাল ডমরু।
চলতি মাসেই স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। আর সেই অনুষ্ঠানে থাকবেন খোদ প্রধানমন্ত্রী। এছাড়া ক্রিকেট জগতের বেশ কিছু তারকাও বারানসীর এই বিশেষ স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে থাকতে পারেন। কপিল দেব, শচীন তেন্ডুলকর থেকে আরম্ভ করে বর্তমান প্রজন্মের ক্রিকেটারদেরও অনুষ্ঠানে থাকার সম্ভাবনা রয়েছে।