- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
আসন্ন শারদোৎসবের আগে ক্রেতাদের প্রচণ্ড ভিড় হচ্ছে মেট্রোয়। মেট্রো রেল ব্লু লাইন অর্থাৎ উত্তর-দক্ষিণ মেট্রোতে এই শনিবার থেকে ১৫ অক্টোবর রবিবার পর্যন্ত বিশেষ প্রাক-পূজা মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবারে মেট্রো ২৩৪টি পরিষেবার পরিবর্তে ২৮৮টি (১৪৪ UP এবং ১৪৪ DN) পরিষেবা চালাবে অর্থাৎ ২৩.০৯ তারিখে৷ ২৩, ৩০.০৯.২৩, ০৭.১০.২৩ এবং ১৪.১০.২৩।
রবিবারে মেট্রো ১৩০টি পরিষেবার পরিবর্তে ১৬৪টি পরিষেবা (৮২ UP এবং ৮২ DN) চালাবে অর্থাৎ ২৪.০৯.২৩, ০১.১০.২৩, ০৮.১০.২৩ এবং ১৫.১০.২৩ তারিখে৷
গান্ধী জয়ন্তী উপলক্ষে অর্থাৎ ০২.১০.২০২৩ তারিখে মেট্রো ২৩৪টি (১১৭ UP & ১১৭ DN) পরিষেবা চালাবে৷ প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
- Advertisement -