পুজোর একমাস আগেই রাজ্যে ঢুকে পড়ল বহু প্রতিক্ষিত বাংলাদেশের পদ্মার বিখ্যাত ইলিশ। বুধবার বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছিল, ওপার বাংলার ইলিশ আমদানির ক্ষেত্রে প্রায়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে ।আজ থেকেই কলকাতা-সহ বিভিন্ন বাজারে সেই রুপোলি শস্য ছড়িয়ে পড়বে । এই বছরে ভারতে ইলিশ রফতানির জন্য অনুমোদন চেয়েছিল ১০০টি সংস্থা । তাদের মধ্যে ৯৬ টি সংস্থাকে ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে ।
সবকিছু ঠিক থাকলে রবিবার থেকে খুচরো বাজারে পাওয়া যাবে পদ্মার ইলিশ। শনিবার থেকেই পাইকারি বাজারে ঢুকে পড়বে বাংলাদেশি ইলিশ। বাংলাদেশ প্রশাসন জানিয়েছেন,৪০ টন ইলিশ বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ঢুকবে। শুক্রবার সকাল থেকে বড় বাজারগুলিকে বিক্রি হবে এই মাছ ।
বাংলাদেশ ও ভারতীয় মৎস্য ব্যবসায়ীদের সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সপ্তাহে দুই অথবা তিন ধাপে মোট ২৫ টির মতো আলাদা পর্যায়ে ইলিশ ঢুকতে পারে ৩০ অক্টোবরের মধ্যে। তবে কলকাতার মাছ ব্যবসায়ীদের অভিযোগ পদ্মার ইলিশ রাজ্যে এলেও দাম কিন্তু নাগালের খুব একটা মধ্যে থাকবে না। ১২০০ থেকে ১৪০০ টাকা দাম হতে পারে এক কিলো ওজনের ইলিশের। তবে অষ্টমী , নবমী, ভাইফোঁটাতে কলকাতার বাজারে পদ্মার ইলিশের দাম চড়তে পারে। পদ্মার ইলিশ পেলেই দরাদরি শুরু হবে। চাহিদা অনুযায়ী দাম কমতে বা বাড়তে পারে।