- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
দুর্গাপুজোর শুভক্ষণে কলকাতায় আসছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো। বিষয়টির সঙ্গে জড়িত এক কর্মকর্তা জানান, রোনাল্ডিনহো ১৫ থেকে ১৯ অক্টোবরের মধ্যে শহরে আসতে পারেন। তবে চূড়ান্ত তারিখ জানা যাবে কঙ্গোতে বার্সা লেজেন্ডস ম্যাচের কনফার্মেশন ডেটের পর।
এই কর্মকর্তার মতে, রোনাল্ডিনহো প্রথমবারের মতো কলকাতায় আসছেন। তিনি জানান রোনাল্ডিনহো একটি ফুটবল ক্লিনিক ও দুর্গাপূজার প্যান্ডেল পরিদর্শন ছাড়াও একটি সংক্ষিপ্ত চ্যারিটি ম্যাচে অংশ নিতে পারেন।
এছাড়া জানা গিয়েছে, ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনাল্ডিনহো গাউচো প্রথমবারের মতো ঢাকাতেও যাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ঢাকা ট্রিবিউনকে জানিয়েছে, প্যারিস সেন্ট জার্মেই ও বার্সেলোনার প্রাক্তন এই তারকা ১৫ অক্টোবর ঢাকায় আসার কথা নিশ্চিত করেছেন।
- Advertisement -