ভারতীয় ‘চলচ্চিত্রের জনক’ দাদাসাহেব ফালকের জীবন নিয়ে এবার তৈরি হচ্ছে চলচ্চিত্র। ছবির নাম ‘মেড ইন ইন্ডিয়া’। গতকাল সিনেমাটির খবর দিয়েছেন পরিচালক এস এস রাজামৌলি স্বয়ং।তবে রাজামৌলি নিজে সিনেমাটি পরিচালনা করবেন না; তিনি থাকছেন প্রেজেন্টারের ভূমিকায়। ছবিটি পরিচালনা করবেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা নিতিন কাক্কর।
দাদাসাহেব ফালকে প্রথম বড় পর্দায় ‘রাজা হরিশ্চন্দ্র’ ছবি তৈরি করে চলচ্চিত্র অঙ্গনে ভারতের পতাকা তুলে ধরেছিলেন।
দাদাসাহেব ফালকের জীবনভিত্তিক ছবি ‘মেড ইন ইন্ডিয়া’ দিয়ে প্রযোজনায় হাতেখড়ি হবে রাজামৌলির ছেলে এস এস কার্তিকেয়ার। সিনেমাটির আরেক প্রযোজক বরুণ গুপ্ত।
এক্সে (টুইটার) এই ছবি নির্মাণের কথা জানিয়ে রাজামৌলি বলেন, ‘প্রথম যখন ছবিটির চিত্রনাট্য শুনলাম, তখন আবেগে ভেসে গিয়েছিলাম। এমনিতে বায়োপিক নির্মাণ করা কঠিন। তবু আমি সেই চালেঞ্জকে হাতে নিয়ে নেমে পড়েছি “মেড ইন ইন্ডিয়া” তৈরি করতে।’
ছবিটি মুক্তি পাবে হিন্দি, মারাঠি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায়।