ঘোষণা অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হলো আইওএস ১৭। লাইভ ভয়েস মেইল, স্ট্যান্ডবাইসহ শতাধিক নতুন সুবিধা যুক্ত হয়েছে আইওএস ১৭-এ। এয়ারড্রপ আপডেট, অ্যাপল মিউজিক কোলাবোরেশনসহ আরও কিছু সুবিধা পরবর্তী সময়ে যোগ হবে। আইওএস ১৭-এ যোগ হওয়া উল্লেখযোগ্য কিছু নতুন সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।
ফোনকল
ফোন কন্টাক্টের বিভিন্ন ব্যক্তির পোস্টার তৈরি করা যাবে। আইফোন দিয়ে কল করার সময় এ পোস্টার দেখা যাবে। ব্যবহারকারী চাইলে পোস্টারের ছবি, ইমোজি এবং নামের ফন্টের রং ও টাইপোগ্রাফি নিজের মতো করে সাজাতে পারবেন।
লাইভ ভয়েস মেইল
আইওএস ১৭-এ যুক্ত হয়েছে লাইভ ভয়েস মেইল সুবিধা। কেউ ভয়েস মেইল পাঠালে সেটির লিখিত রূপ (ট্রান্সক্রিপশন) সরাসরি পড়া যাবে এবং ভয়েস মেইল পড়ার পর তখন কল রিসিভও করতে পারবেন ব্যবহারকারী। ভয়েস মেইলের ট্রান্সক্রিপশন গোপনীয় রাখা হবে। ‘সাইলেন্স আননোন কলারস’ চালু থাকলে অপরিচিত নম্বর ভয়েস মেইলে যুক্ত থাকবে। ভয়েস মেইলের লাইভ ট্রান্সক্রিপ্ট পড়ার পর ব্যবহারকারী যদি কলটি অনাকাঙ্ক্ষিত মনে করেন, তবে কলটি স্প্যাম হিসেবে শনাক্ত হবে।
ফেসটাইমে ভিডিও এবং অডিও বার্তা
ব্যবহারকারী কোনো কারণে ব্যস্ত থাকলে এখন ফেসটাইম কলে ভিডিও এবং অডিও মেসেজ দিতে পারবেন। ফলে গুরুত্বপূর্ণ তথ্য বা সুন্দর মুহূর্ত সংক্ষেপে ভিডিওতে ধারণ করে মেসেজ আকারে পাঠানো যাবে।
ছবি থেকে স্টিকার তৈরি
বার্তা বিনিময়ের সময় এখন অনেকেই স্টিকার ব্যবহার করে থাকেন। আইওএস ১৭ চালিত ফোনের গ্যালারিতে থাকা ছবি থেকেই স্টিকার তৈরি করা যাবে। এমনকি ছবির কোন সাবজেক্টটি দিয়ে স্টিকার তৈরি হবে, তা-ও ঠিক করা যাবে।
স্ট্যান্ডবাই মোড
স্ট্যান্ডবাই মোড ব্যবহার করে ফোনের পুরো পর্দা দেখা যাবে। ফলে ফোন চার্জে থাকলে বা দূরে রাখা হলেও ফোনের পর্দায় প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন ব্যবহারকারী। এ মোডে পুরো পর্দায় বিভিন্ন কাজের অগ্রগতি দেখা যাবে, সিরি ব্যবহার করে এর ফলাফল দেখা যাবে, ফোনকল ও নোটিফিকেশন দেখা যাবে।
তথ্য বিনিময়ে নেমড্রপ ও এয়ারড্রপ
আইওএসের নেমড্রপ সুবিধা ব্যবহার করে দুটি আইফোন পরস্পরের কাছাকাছি আনলেই সহজেই ফোনের কন্টাক্ট ও সংশ্লিষ্ট তথ্য বিনিময় করা যাবে। এভাবে শেয়ার প্লে ব্যবহার করে একই সঙ্গে গান শুনতে পারবেন, গেম খেলতে পারবেন এবং সিনেমা দেখতে পারবেন। আগামী বছর এয়ারড্রপ ব্যবহার করে ইন্টারনেটও বিনিময় করা যাবে।
সূত্র: অ্যাপল ডটকম