- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। ১২ বছর পর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এবারের বিশ্বকাপ। তার আগেই প্রকাশিত হল বিশ্বকাপের থিম সং। গানের নাম ‘দিল জশন বোলে।‘
২০১১ সালের বিশ্বকাপের থিম সং ছিল দে ঘুমাকে। হিন্দির পাশাপাশি বাংলা ও সিংহলি ভাষায় প্রকাশিত হয়েছিল সেই থিম সং। এবারের থিম সংয়ের নাম ‘দিল জশন বোলে।‘ ৫ অক্টোবর আমদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড।
স্পটিফাই, অ্যাপল মিউজিক, গানা, হাঙ্গামা, রেসো, উইঙ্ক, অ্যামাজন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং YouTube স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে ‘দিল জাশন বলে’। খুব শিগগির রেডিও স্টেশন বিগ এফএম এবং রেড এফএম-এ অ্যান্থম শোনার আনন্দ উপভোগ করতে পারবেন ভক্তরা।
- Advertisement -