উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে অবস্থান করছে। আগামী দু’দিনে নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের মধ্যে দিয়ে উত্তর ওড়িশা ও দক্ষিণ ঝাড়খণ্ড অতিক্রম করবে। এর জেরে আজ থেকে আগামী ২২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে কলকাতা ও তৎসংলগ্ন প্রায় সবক’টি জেলায়। উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ ও আগামী কাল মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।