Monday, June 5, 2023
Bangla Newsপ্রযুক্তিবুর্জ খলিফার পর নতুন রেকর্ড গড়ার পথে দুবাই

বুর্জ খলিফার পর নতুন রেকর্ড গড়ার পথে দুবাই

- Advertisement -
- Advertisement -

চাঁদের আদলে তৈরি হচ্ছে সুবিশাল স্কাই স্ক্রাপার। কানাডার এক ব্যবসায়ী এই বিরাট অট্টালিকা তৈরি করছেন। আসলে পৃথিবী থেকে চাঁদে যাওয়ার বিষয়টা মোটেই সহজ নয়। তার জন্য কত্ত পরিশ্রম প্রস্তুতির প্রয়োজন রয়েছে। কিন্তু চাঁদ যদি পৃথিবীতে নেমে আসে তবে কেমন হবে।

আরব শেখেদের কল্পনায় চাঁদ যেন সত্যিই পৃথিবীতে নেমে এলো। বুর্জ খলিফা বানিয়ে এমনিতেই রেকর্ড বানিয়েছে দুবাই। তার উপর এই স্কাই স্ক্রাপার বানিয়ে তাক লাগাতে প্রস্তুতি নিতে শুরু করেছে দুবাই। যার মাথায় থাকবে চাঁদ। ব্যবসায়ী মিচেল হেন্ডারসন দুবাইতে এই স্কাই স্ক্রাপার বানাচ্ছেন।

এই অট্টালিকার উচ্চতা প্রায় 30 মিটার। যার মাথায় থাকবে 274 মিটারের চাঁদের রেপ্লিকা। জানেন ওই ব্যবসায়ী সোহাগ করে এই প্রকল্পের নাম রেখেছেন MOON। এবার প্রশ্ন হল ওই স্কাই স্ক্রাপারে কারা থাকবেন? তারও একটা ইঙ্গিত ওই ব্যবসায়ী দিয়ে দিয়েছেন।

তিনি বলেছেন, চাঁদের মধ্যে থাকবে 4 হাজার রুমের বিলাসবহুল একটি হোটেল। সব মিলিয়ে ওখানে একসঙ্গে 10 হাজার মানুষ থাকতে পারবেন। বাড়ির নীচটা হবে খানিকটা গোলাকার। তার উপর চাঁদের আদলে তৈরি হবে হোটেলটি। রাতের দিকে আকাশে চাঁদকে যেমন দেখতে হয়, ঠিক তেননই দেখতে হবে হোটেলটি। অর্থাৎ আপনি দুবাইয়ে গেলে পেয়ে যাবেন LUNAR COLONY।

যদি আপনি হিসাব করেন ভারতীয় টাকায় অঙ্কটা হবে 4 শো 14 কোটি টাকার কাছাকাছি। ওই ব্যবসায়ীর লক্ষ্য বুর্জ খালিফাকে মাৎ দেওয়া। এই মুহূর্তে দুবাই ধনকুবেরদের যাতায়াত বাড়ছে। তাই সেখানে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ওই হোটেলের রুম ভাড়া বাবদ আপনাকে কত টাকা দিতে হবে, সেটা এখনও জানানো হয়নি।

- Advertisement -

কলকাতা নিউজ ২৪ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন কলকাতা নিউজ ২৪ বাংলার ওয়েবসাইটে।

Sponsored Content

spot_img

Most Read News

Related News

টুইটারকে টেক্কা দিতে এবার নয়া ভাবনা Instagram-এর!

মেটার মালিকানাধীন ইনস্টা এবার আসতে চলেছে টেক্সক্ট (লেখা) ভিত্তিক অ্যাপ। অর্থাৎ শুধুই ছবি বা ভিডিও পোস্টের দিন শেষ। সূত্রের...

এবার চ্যাটবটের নিরাপত্তায় সেফটি টুল চালু করেছে ছবি আদান-প্রদানের অ্যাপ স্ন্যাপচ্যাট

নিজস্ব চ্যাটবট চালুর পর এবার চ্যাটবটের নিরাপত্তায় সেফটি টুল চালু করেছে ছবি আদান-প্রদানের অ্যাপ স্ন্যাপচ্যাট।শুধু তাই নয়, চ্যাটবটের...

যেভাবে জিমেইলের মেইল শিডিউল সুবিধা ব্যবহার করবেন

জিমেইলের মেইল শিডিউল সুবিধা কাজে লাগিয়ে নির্ধারিত সময় স্বয়ংক্রিয়ভাবে মেইল পাঠানো যায়। জিমেইলের মেইল শিডিউল সুবিধা ব্যবহারের পদ্ধতি...

স্মার্টফোনে ভালো সেলফি তুলবেন যেভাবে

ভালোমানের ছবি তোলার জন্য বেশ কিছু কৌশল জানা থাকা দরকার। স্মার্টফোনে ভালো সেলফি ছবি তোলার দরকারি তথ্য জেনে...