চাঁদের আদলে তৈরি হচ্ছে সুবিশাল স্কাই স্ক্রাপার। কানাডার এক ব্যবসায়ী এই বিরাট অট্টালিকা তৈরি করছেন। আসলে পৃথিবী থেকে চাঁদে যাওয়ার বিষয়টা মোটেই সহজ নয়। তার জন্য কত্ত পরিশ্রম প্রস্তুতির প্রয়োজন রয়েছে। কিন্তু চাঁদ যদি পৃথিবীতে নেমে আসে তবে কেমন হবে।
আরব শেখেদের কল্পনায় চাঁদ যেন সত্যিই পৃথিবীতে নেমে এলো। বুর্জ খলিফা বানিয়ে এমনিতেই রেকর্ড বানিয়েছে দুবাই। তার উপর এই স্কাই স্ক্রাপার বানিয়ে তাক লাগাতে প্রস্তুতি নিতে শুরু করেছে দুবাই। যার মাথায় থাকবে চাঁদ। ব্যবসায়ী মিচেল হেন্ডারসন দুবাইতে এই স্কাই স্ক্রাপার বানাচ্ছেন।
এই অট্টালিকার উচ্চতা প্রায় 30 মিটার। যার মাথায় থাকবে 274 মিটারের চাঁদের রেপ্লিকা। জানেন ওই ব্যবসায়ী সোহাগ করে এই প্রকল্পের নাম রেখেছেন MOON। এবার প্রশ্ন হল ওই স্কাই স্ক্রাপারে কারা থাকবেন? তারও একটা ইঙ্গিত ওই ব্যবসায়ী দিয়ে দিয়েছেন।
তিনি বলেছেন, চাঁদের মধ্যে থাকবে 4 হাজার রুমের বিলাসবহুল একটি হোটেল। সব মিলিয়ে ওখানে একসঙ্গে 10 হাজার মানুষ থাকতে পারবেন। বাড়ির নীচটা হবে খানিকটা গোলাকার। তার উপর চাঁদের আদলে তৈরি হবে হোটেলটি। রাতের দিকে আকাশে চাঁদকে যেমন দেখতে হয়, ঠিক তেননই দেখতে হবে হোটেলটি। অর্থাৎ আপনি দুবাইয়ে গেলে পেয়ে যাবেন LUNAR COLONY।
যদি আপনি হিসাব করেন ভারতীয় টাকায় অঙ্কটা হবে 4 শো 14 কোটি টাকার কাছাকাছি। ওই ব্যবসায়ীর লক্ষ্য বুর্জ খালিফাকে মাৎ দেওয়া। এই মুহূর্তে দুবাই ধনকুবেরদের যাতায়াত বাড়ছে। তাই সেখানে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ওই হোটেলের রুম ভাড়া বাবদ আপনাকে কত টাকা দিতে হবে, সেটা এখনও জানানো হয়নি।