মুম্বইয়ের ধারাভি থেকে ফ্যাশনের জগতে তোলপাড় ফেলেছেন মালিশা খারওয়া।এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধারাভির এক সাধারণ মেয়ে মালীশার কাহিনী।
সম্প্রতি একটি জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড তাদের মুখ হিসাবে মালীশাকে বেছে নিয়েছে। ‘ফরেস্ট এসেনশিয়ালস’-এর নতুন প্রচার, ‘দ্য যুবতী কালেকশন’-এর মুখ হিসাবে বেছে নেওয়া হয়েছে মালিশাকে। ইনস্টাগ্রামে তার ২ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। মডেলিং ছোট থেকেই পছন্দ ছিল মালিশার। গত তিন বছর ধরে একটানা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা মালীশা মানুষের অনেক ভালোবাসা ও সমর্থন পেয়েছেন। পড়াশোনার পাশাপাশি মডেলিংকেই পেশা করতে চান বস্তির এই রাজকন্যা।
গত এপ্রিলে বিউটি ব্র্যাণ্ডের তরফে ইন্সটাগ্রামে এক ভিডিও শেয়ার করা হয়েছে যাতে মালিশাকে তাদের এক স্টোরে প্রবেশ করতে দেখা যাচ্ছে। দোকানটি সাজানো ছিল মালেশারই ছবি দেওয়া বিজ্ঞাপন দিয়ে। অনেকেই বস্তির ঘর থেকে বিলাস বহুল ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠার জন্য অভিনন্দন জানিয়েছেন মালীশাকে।