আজ, রবিবার বিকেলের দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। গতকাল বৃষ্টির ফলে রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে নেমেছে। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকে। বিকেলে বা সন্ধ্যেয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।
চলতি সপ্তাহেই আন্দামানে ঢুকছে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায়। তবে যেহেতু এবার কেরলে বর্ষা আসছে দেরিতে, তাই ধরা যেতে পারে বাংলাতেও বর্ষা কিছুটা দেরিতেই ঢুকবে।