অফিসে এলেও অনুপস্থিত দেখানো হবে সরকারি কর্মীদের। যদি মানা না হয় নিয়ম। এমনই নির্দেশিকা জারি করল নবান্ন। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে।
নির্দেশিকায় উল্লেখ, বেলা দেড়টা থেকে দু’টোর মধ্যে মধ্যাহ্নভোজের বিরতিতে অন্য কোনও কর্মসূচি পালন করা চলবে না। অন্যথায় প্রশাসনিক পদক্ষেপের মুখে পড়তে হতে পারে সেই কর্মীকে। শুধু তাই নয়, সেই দিন সেই কর্মীকে অফিসে অনুপস্থিত দেখানো হবে।
কেন এমন সিদ্ধান্ত? নির্দেশিকায় উল্লেখ, সরকারি অফিসের কর্মসংস্কৃতিকে আরও উন্নত ও সরকারি কাজে যাতে কোনও বাধা সৃষ্টি না হয় সেজন্য এই নির্দেশিকা।
নির্দেশিকায় আরও উল্লেখ সরকারি কর্মীরা অফিস টাইমে অফি্সের বাইরে যেতে পারবেন না। ‘যথা সময়ে হাজিরা দেওয়া ও কাজের সময় কোনওরকম অতিরিক্ত ঝামেলা এড়াতে অফিসের প্রধানের থেকে অনুমতি ছাড়া অফিসের বাইরে কেউ বার হতে পারবেন না৷ এই সময়টি হল দুপুর দেড়টা থেকে দু’টো৷ এটি কেবলমাত্র টিফিনের সময় আর অন্য কোনও কাজের সময় নয়৷ এই নিয়মের পালন করা হচ্ছে কি না, সে বিষয়ে কড়া নজর রাখার হবে, পাশাপাশি নিয়মের লঙ্ঘণ হলে ওই অফিসে অনুপস্থিত বলে ধরা হবে৷’