- Advertisement -
- Advertisement -
এবার একসঙ্গে পর্দায় দেখা যাবে ৮৩ এর বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন কপিল দেব এবং ‘থালাইভা’ রজনীকান্তকে।যেন ইতিহাস তৈরী করতে চলেছেন দুই কিংবদন্তি। রজনী কন্যা ঐশ্বর্যর ‘লাল সেলাম’ছবিতে জুটি বাঁধতে চলেছেন কপিল এবং থালাইভা। এই খবর জানিয়েছেন খোদ রজনীকান্ত।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রজনীকান্তকন্য়া ঐশ্বর্য ‘লাল সেলাম’ ছবিতে কেমিও চরিত্রে দেখা যাবে রজনীকান্ত ও কপিল দুজনকেই। শোনা যাচ্ছে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে জল্পনা, ছবি নির্মাতা লোকেশ কনগরাজের সঙ্গে এই ছবিতে কাজ করেই পেশাদার অভিনেতা হিসাবে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
- Advertisement -